২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
জন্ম ১৯৬২ সালে, বিক্রমপুরে। নারায়নগঞ্জ হাই স্কুল এবং ঢাকা কলেজ শেষ করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যে ১৯৮২ সালে সোভিয়েত ইউনিয়ন যান। তৎকালীন লেনিনগ্রাদ শহরে চিকিৎসায় স্নাতক ডিগ্রি নেন। ৪ বছর কানাডার মন্ট্রিয়লে বাস করার পর ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানে শিশু চিকিৎসক হিসেবে বেশ পরিচিত তিনি। প্রকাশিত বইসমূহ- অদৃশ্য মূষিক এক (কবিতা ,২০০৬), লেনিনগ্রাদের চিঠি (ভ্রমণ কাহিনী ,২০০৬), কলেজের দিনলিপি ২০১৫).