২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
রোকন উদ্দিন বর্তমানে এনটিভির জ্যেষ্ঠ সংবাদদাতা হিসেবে রয়েছেন। তিনি বাংলাদেশ এনার্জি রিপোর্টার্স ফোরাম এর সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় অনার্স ও মাস্টার্স। ২০০৪ সালে সাপ্তাহিক ২০০০ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু। এরপর সাপ্তাহিক, যমুনা টিভি হয়ে ১০ বছর যাবত এনটিভিতে কর্মরত। এক যুগেরও বেশি সময় ধরে জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক সাংবাদিকতা করছেন। এ বিষয়ে প্রতিবেদনের জন্য কানাডিয়ান অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন বাংলাদেশি জার্নালিজম, ডিআরইউ অ্যাওয়ার্ডসহ জাতীয় পর্যায়ে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন।