২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
পঞ্চাশের দশক থেকে মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনায় যুক্ত। তার নাটকের দল থিয়েটার। পাঁচ দশক ধরে নাট্যবিষয়ক পত্রিকা ‘থিয়েটার’ সম্পাদনা করছেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষদ সদস্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য। ১৯৮২ সালে ‘ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের আন্তর্জাতিক পর্যায়েও সভাপতির দায়িত্ব পালন করেছেন, বর্তমানে সংগঠনটির সাম্মানিক সভাপতি তিনি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতির দায়িত্বও পালন করেছেন। নাট্যচর্চায় অবদানের জন্য তিনি ২০০৯ সালে একুশে পদক পান।