পলিয়ার ওয়াহিদ
কবি। জন্ম ২০ মে, ১৯৮৬, যশোর। মনোবিজ্ঞানে স্নাতকোত্তর শেষে পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতা। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘পৃথিবী পাপের পালকি’, ‘সিদ্ধ ধানের ওম’, ‘হাওয়া আবৃত্তি’, কিশোর কবিতা ‘মানুষ হবো আগে’, ‘সময়গুলো ঘুমন্ত সিংহের’, ‘দোআঁশ মাটির কোকিল’ ও ‘সঙ অফ দ্য সয়েল’ (ইংরেজি অনুবাদ, ভারত)। কবিতার জন্য পেয়েছেন ‘কৃত্তিবাস, তারাপদ রায় সম্মাননা-২০১৯’, পশ্চিমবঙ্গ।