০৮ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষে ২০০৯ সালে চীনের পিকিং ইউনিভার্সিটি থেকে ডেমোগ্রাফি বিষয়ে অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি। সেখানে, ২০০৮ সালে একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘ফার্স্ট প্রাইজ অব একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অব পিকিং ইউনিভার্সিটি’।\r\n\r\nকানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল হেলথ রিসার্চ ক্যাপাসিটি স্ট্রেনদেনিং প্রোগ্রাম ফেলোশিপ (২০১৩-২০১৪) আওতায় পোস্ট-ডক্টরাল গবেষণা করেছেন। বিশ্ব স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য ২০১০ সালে গ্লোবাল হেলথ কাউন্সিল (ইউএসএ) কর্তৃক ‘নিক সাইমন্স স্কলার’ নির্বাচিত হয়েছেন। ওয়ার্ল্ড হেলথ সামিট-বার্লিন, জার্মানি ২০১৪ ও ২০১৬ সালে দু’বার ‘নিউ ভয়েসেস ইন গ্লোবাল হেলথ’ হিসাবে বিজয়ী হয়েছেন। ২০১৪ সালে ইন্টারন্যাশনাল একডেমী অব সোসাল সায়েন্সেস (ইউএসএ) কর্তৃক ‘একাডেমিশিয়ান অব সোসাল সায়েন্সেস’ হিসাবে পেয়েছেন সর্বোচ্চ সন্মাননা। তার অর্ধশতাধিক বৈজ্ঞানিক গবেষণা প্রকাশনা রয়েছে। পাশাপাশি, জনসংখ্যা ও উন্নয়ন, গ্লোবাল হেলথ, পপুলেশন হেলথ, মাইগ্রেশন ও প্রজনন স্বাস্থ্য, চাইল্ড অ্যান্ড ইয়থ পপুলেশন বিষয়ক শিক্ষা ও গবেষণা নিয়ে কাজ করছেন।