১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
জন্ম ফরিদপুরে। পৈতৃক নিবাস শরীয়তপুরের জাজিরা উপজেলায়। তবে মাদারীপুরের শিবচর উপজেলায় নানাবাড়িতেই শৈশবের আনন্দমুখর সময় কেটেছে বেশি। বিবিএ ও এমবিএ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে। এমবিএ পরীক্ষার ফল প্রকাশের আগেই একটি বেসরকারি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদান করেন, বর্তমানে ওই ব্যাংকেরই একটি শাখার প্রধান। তার বাবা ছিলেন জাজিরা উচ্চবিদ্যালয়ের শিক্ষক। বাবার ব্যক্তিগত ছোট লাইব্রেরি থেকে বই পড়ার শুরু। পরে কৈশোরে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে যোগযোগ সেই সাহিত্যপ্রেমকে আরো উসকে দেয়। আর্থিক বিষয়াদির উপর প্রবন্ধ-নিবন্ধ লিখে থাকেন। বিভিন্ন সাহিত্য পত্রিকায় ও পেইজে কিছু ছোটগল্পও প্রকাশিত হয়েছে।
সে এখন শহরে মায়ের সেই খেলাটাই খেলবে তাহলে!