২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মাসকাওয়াথ আহসান

মাসকাওয়াথ আহসান

জন্ম আর বেড়ে ওঠা পাবনার ঈশ্বরদী ও রাজশাহীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পাঠ শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের অধীনে উচ্চতর শিক্ষা নেন। যোগদান করেন সিভিল সার্ভিসে। এরপর চলে যান জার্মানিতে ডয়চেভেলেতে সম্পাদক হিসেবে কাজ করতে। দেশে ফিরে কাজ করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও দ্য এডিটর ডট নেটে। এরপর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পডাতে চলে যান পাকিস্তানের করাচিতে। প্রতিষ্ঠা করেন ওয়েব দৃশ্য মাধ্যম ই-সাউথ এশিয়া। সমাজ-রাজনৈতিক উত্তরণে বিতর্ক বিষয়ক গবেষণার জন্য কমনওয়েলথ ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। 'বিচূর্ণী ভাবনা'র গ্রন্থ 'বিষণ্ণতার শহর' দিয়ে লেখালেখির যাত্রা শুরু করে আজকাল পলিটিক্যাল স্যাটায়ারে থিতু হয়েছেন।