)
সমগ্র বাংলাদেশ

ইজতেমার দ্বিতীয় পর্বে ১৫ যৌতুকবিহীন বিয়ে

Byগাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন ১৫টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়।

শনিবার বাদ আসর মূল বয়ান মঞ্চের পাশে এ বিয়ে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।

তিনি জানান, ইজতেমায় আদি তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সা’দ কান্ধলভির ছোট ছেলে মাওলানা ইলিয়াস বাদ আছর বয়ান শুরু করেন। বয়ান শেষে মাওলানা ইলিয়াস বিয়ে পড়ানোর কথা ছিল।

বয়ান শেষ করে বিয়ে পড়ানোর খুৎবা শুরুর করার আগ মুহূর্তে মাওলানা সা’দ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভি সেখানে উপস্থিত হন। তখন ছোট ভাই মাওলানা ইলিয়াস তাকে বিয়ের পড়ানোর অনুরোধ জানান। ছোট ভাই মাওলানা ইলিয়াসের অনুরোধে বড় ভাই মাওলানা ইউসুফ কান্ধলভি এ বিয়ে পড়ান।

হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকে মোহরে ফাতেমি প্রদানের মাধ্যমে ১৫টি বিয়ে সম্পন্ন হয়।

বয়ান শেষে বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে এ বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত স্বজন ও অন্যদের মধ্যে খুরমা-খেজুর বিতরণ করা হয়।

মো. সায়েম বলেন, দুই বছর বন্ধ থাকার পর এবার মূল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে যৌতুকবিহীন গণবিয়ে।

আরও পড়ুন:

ইজতেমায় আখেরি মোনাজাত: মধ্য রাত থেকে বন্ধ হচ্ছে যেসব সড়ক

ইজতেমা: বয়ানে শুরু দ্বিতীয় দিন, বাদ আসর যৌতুকবিহীন বিয়ে

ইজতেমা ময়দানে আরও দুইজনের মৃত্যু

ভিড়ে ঠাসা ইজতেমা ময়দানে লাখো মানুষের জুমা আদায়

ইজতেমার জুমায় অংশ নিতে মানুষের ঢল

ইজতেমার দ্বিতীয় পর্বে এক বৃদ্ধের মৃত্যু

আম বয়ানে শুরু ইজতেমার দ্বিতীয় পর্ব

ইজতেমার মাঠ বুঝে নিলেন সাদপন্থিরা, প্রস্তুতি শুরু

SCROLL FOR NEXT