শনিবার শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

)<div class="paragraphs"><p>শনিবার শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।</p></div>
সমগ্র বাংলাদেশ

ইজতেমায় আখেরি মোনাজাত: মধ্য রাত থেকে বন্ধ হচ্ছে যেসব সড়ক

Byগাজীপুর প্রতিনিধি

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে গাজীপুরের টঙ্গীর কয়েকটি সড়ক, মহাসড়ক বন্ধ রেখে ডাইভারশনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। 

রোববার সকালে অনুষ্ঠেয় আখেরি মোনাজাতে প্রথম পর্বের মতই তুরাগ তীর ও এর আশপাশে লাখো মানুষের সমাগম হবে ধারণা করা হচ্ছে।

কাকরাইলের তাবলিগ জামাতের শুরা সদস্য ও ইজতেমার মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারণা করা হচ্ছে, রোববার বেলা ১২টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।”

এ জন্য শনিবার মধ্যরাত থেকে তিনটি সড়ক ও মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

সকাল ১১টায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের পুলিশ কমিশনার বলেন, আখেরি মোনাজাতের জন্য প্রথম পর্বের মতই সড়কে ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল ইসলাম বলেন, “টঙ্গী থেকে ভোগড়া পর্যন্ত এবং কামারপাড়া ব্রিজ থেকে মুন্নু গেইট পর্যন্ত সড়কগুলো বন্ধ থাকবে।”

“সেক্ষেত্রে আমরা ডাইভারশন দিয়ে দেব। ভোগড়া থেকে তিনশ ফিট পর্যন্ত সড়কে ঢাকাগামী ও ময়মনসিংহগামী গাড়িগুলো চলাচল করবে।“

পুলিশ কমিশনার আরও বলেন, এ ছাড়া রেলপথ মন্ত্রণালয় টঙ্গী থেকে বিভিন্ন সড়কে ইজতেমা উপলক্ষ্যে বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে। লোকজন ট্রেনে করেও আসা-যাওয়া করতে পারবে।  

নজরুল ইসলাম বলেন, “এখানে যারা আরাধনা করছেন তাদের নিরাপত্তা দেওয়া আমাদের ইমানি ও সাংবিধানিক দায়িত্ব। এটা আমরা পালন করছি।”

আরও পড়ুন:

ইজতেমা: বয়ানে শুরু দ্বিতীয় দিন, বাদ আসর যৌতুকবিহীন বিয়ে

ইজতেমা ময়দানে আরও দুইজনের মৃত্যু

ভিড়ে ঠাসা ইজতেমা ময়দানে লাখো মানুষের জুমা আদায়

ইজতেমার জুমায় অংশ নিতে মানুষের ঢল

ইজতেমার দ্বিতীয় পর্বে এক বৃদ্ধের মৃত্যু

আম বয়ানে শুরু ইজতেমার দ্বিতীয় পর্ব

ইজতেমার মাঠ বুঝে নিলেন সাদপন্থিরা, প্রস্তুতি শুরু

SCROLL FOR NEXT