কাবুলে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির একটি গোয়েন্দা সংস্থার দপ্তর ও নেটোর একটি গাড়ি বহর লক্ষ করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2015, 05:02 AM
Updated : 8 July 2015, 05:04 AM

মঙ্গলবারের এসব হামলায় হামলাকারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন, খবর বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের।

নগরীর শাহ শহিদ এলাকায় কয়েক ঘন্টার ব্যবধানে হামলা দুটি চালানো হয়।

প্রথমটিতে বিদেশি সেনাদের বহনকারী একটি গাড়িবহর লক্ষ করে চালানো হয়। আত্মঘাতী বিস্ফোরণে নেটোর ওই বহরের একটি ল্যান্ড ক্রুজার ক্ষতিগ্রস্থ হলেও কেউ আঘাত পাননি, জানিয়েছে নেটো।

অপর ঘটনায় দেশটির গোয়েন্দা সংস্থার দপ্তরের সামনে এক মোটরসাইকেল চালক আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন, সঙ্গে সঙ্গে অপর দুই ব্যক্তি দপ্তরটিতে হামলার চেষ্টা করে, কিন্তু নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজনই নিহত হন।

এখানে বোমা বিস্ফোরণে দপ্তরের এক রক্ষী নিহত ও অপর একজন আহত হয়েছেন।

তালেবান ও অপর জঙ্গিগোষ্ঠী হেজব-ই-ইসলাম উভয়েই প্রথম হামলাটি চালানোর দাবি জানিয়েছে।

এসব সহিংসতার মধ্যেই আফগান কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, তালেবানের সঙ্গে শান্তি আলোচনা পূর্ববর্তী বৈঠকের জন্য রাজনীতি বিষয় সংক্রান্ত আফগান সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিকমাত কারজাই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন।

অপরদিকে একই সময় কাতার থেকে তালেবানের একটি প্রতিনিধি দলও ইসলামাবাদে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন তারা।

চলতি বছর তালেবান ও দেশটির অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী আফগানি ও বিদেশি সেনাদের উপর হামলা জোরদার করেছে।