গ্রিসকে সহায়তা করতে রাজি আইএমএফ

গ্রিস অনুরোধ জানালে তাদেরকে সহায়তা করতে রাজি বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

>>রয়টার্স
Published : 6 July 2015, 05:29 PM
Updated : 6 July 2015, 06:47 PM

গ্রিসের গণভোটে আন্তর্জাতিক ঋণদাতাদের শর্ত  ‘না’ ভোটে নাকচ হয়ে যাওয়ার পর দেশটির পরিস্থিতি গভীরভাবে লক্ষ্য রাখা হচ্ছে। আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্ডে সোমবার একথা বলেছেন।

এক বিবৃতিতে লাগার্ডে বলেন, “আইএমএফ গ্রিসে গতকাল (রোববার) হয়ে যাওয়া গণভোট আমলে নিয়েছে।”

“আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং গ্রিস আমাদের কাছে সাহায্যের অনুরোধ জানালে তাদেরকে সাহায্য করতেও প্রস্তুত রয়েছি।”

আইএমএফ’কে ঋণের ১৫০ কোটি ইউরো পরিশোধ করতে ব্যর্থ হয়েছে গ্রিস।  গত মঙ্গলবারই ঋণ পরিশোধের সময়সীমা শেষ হয়েছে। গ্রিস ঋণখেলাপি থেকে গেলে দেশটিকে আবারো ঋণের অর্থ দেয়ার চেষ্টায় আইএমএফ যোগ দেবে না বলে জনিয়েছে।

তবে গত সপ্তাহে আইএমএফ এও বলেছে যে, গ্রিসের ঋণ মওকুফের প্রয়োজন হতে পারে এবং অর্থনৈতিক ধস ঠেকাতে ২০১৮ সাল নাগাদ গ্রিসের নতুন করে ৬ হাজার কোটির বেশি ইউরো প্রয়োজন পড়তে পারে।

ওদিকে, জার্মানিও বলছে, গ্রিসকে মানবিক সহায়তা করার জন্য ইউরোপের প্রস্তুত থাকা প্রয়োজন। জার্মানির অর্থমন্ত্রী বলেছেন, গ্রিস ওষুধের মত প্রয়োজনীয় জিনিসের অভাবে পড়তে পারে।

ফলে গ্রিসের জনগণের সাহায্য দরকার। গ্রিসের গণভোটের ফল নিয়ে অসন্তুষ্ট থাকার কারণে তাদেরকে সে সহায়তা না করে ইউরোপ বসে থাকতে পারে না।