আইএস’র ঘাঁটি রাক্কায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

ইসলামিক স্টেট ( আইএস )জঙ্গিদের প্রধান ঘাঁটি সিরিয়ার রাক্কা শহরে ধারাবাহিক বিমান হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 02:54 PM
Updated : 5 July 2015, 02:54 PM

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ পর্যন্ত মোট ১৬টি হামলা চালানোর কথা জানিয়েছে।

আইএস যাতে সিরিয়া এবং ইরাকজুড়ে  যোদ্ধাদের যাতায়াতের মূল কেন্দ্র হিসেবে রাক্কা শহর ব্যবহার করতে না পারে সে লক্ষ্যেই এ হামলা চালানো হয়।হামলায় আইএস এর ২৩ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

সিরিয়ায় যুক্তরাষ্ট্র যত বিমান হামলা চালিয়েছে তার মধ্যে এটি বড় ধরনের হামলা।

২০১৪ সালে ইরাক এবং সিরিয়ার বিশাল এলাকা দখল করে আইএস নিজস্ব ‘খিলাফত’ ঘোষণা করে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, রাক্কার একটি স্কুলে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় এক শিশুসহ পাঁচ জনবেসামরিক মানুষ নিহত হয়।