কায়রোয় বোমা হামলায় সরকারি কৌসুলি নিহত

মিশরের রাজধানী কায়রোয় বোমা হামলায় নিহত হয়েছেন সরকারি কৌসুলি হিশাম বারাকাত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 02:43 PM
Updated : 29 June 2015, 02:43 PM

বার্তা সংস্থা মেনা জানিয়েছে, বারাকাতের গাড়িবহরে এ বোমা হামলা হয় এবং এতে আহত বারাকাত পরে হাসপাতালে মারা যান। বিচারমন্ত্রী আহমেদ আল-জিন্দ এ খবর নিশ্চিত করেছেন।

বোম স্কোয়াডের প্রধান জেনারেল মোহাম্মদ জামাল বলেন, সোমবার একটি গাড়িবোমা কিংবা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়েছে। যেটি বারাকাতের গাড়ি বহরের কাছেই দাঁড় করিয়ে রাখা গাড়ির নিচে রাখা হয়েছিল।

হামলায় বারাকাতের দুই দেহরক্ষী আহত হওয়া ছাড়াও আশেপাশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০১৩ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর থেকে হাজার হাজার ইসলামপন্থিকে বিচারের আওতায় এনেছিলেন হিশাম।

২০১৩ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যা প্রচেষ্টার পর থেকে বারাকতই প্রাণনাশের হুমকি পাওয়া সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট মিশরীয় জঙ্গি গ্রুপ সম্প্রতি ৬ জঙ্গির ফাঁসির পর বিচারবিভাগের ওপর হামলার ডাক দেয়।