সমকামী বিয়ে ভাল রাখবে স্বাস্থ্য

সমকামী বিয়েকে বৈধতা দিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় সমকামী পুরুষ, নারী জুটি বা সমলিঙ্গের সবারই স্বাস্থ্যের উন্নতি ঘটাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 04:28 PM
Updated : 29 June 2015, 06:22 PM

এটা প্রমাণিত যে, বিপরীত লিঙ্গের জুটিদের মধ্যে যারা বিবাহিত তাদের শারীরিক ও মানসিক অবস্থা যারা বিবাহিত নয় তাদের তুলনায় ভাল থাকে।

সমকামীদের ওপর গবেষণায় বিয়ে তাদের ওপরও একই ধরনের প্রভাব ফেলে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি স্বাস্থ্য গবেষক রিচার্ড ওয়েট বলেন, “আমরা জানি বিয়ে মানুষের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।এখন সমকামী জুটিদের স্বাস্থ্যের ক্ষেত্রেও বিয়ের সম্ভাব্য ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।”

সমকামীদের ওপর চালানো অন্য একটি গবেষণায় দেখা গেছে, যেসব সমকামী জুটি তাদের সম্পর্কের আইনী বৈধতা পেয়েছে তারা কম চাপে ভোগে। আর যাদের সম্পর্কের আইনী বৈধতা নেই তারা অতিরিক্ত চাপে ভোগে। এমনকি কারো কারো মধ্যে হতাশার ক্ষীণ লক্ষণও দেখা গেছে।

২৬০০’র বেশি সমকামী এ গবেষণায় অংশ নেন। কি কারণে বিয়ে মানুষের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে খুব সম্ভবত বিয়ের মধ্য দিয়ে একটি সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটে বলে মানুষ নিশ্চিন্ত বোধ করে। যা স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।

২৬ জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দেশব্যাপী সমকামী বিয়ে বৈধ বলে রায় দেয়।