মার্সের প্রাদুর্ভাবে দক্ষিণ কোরিয়ার ২শতাধিক স্কুল বন্ধ

দক্ষিণ কোরিয়ায় মার্স কোরোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ২শ’র বেশি স্কুলে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী হং উ-ইয়ে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2015, 01:08 PM
Updated : 3 June 2015, 01:08 PM

এক প্রেস কনফারেন্সে বুধবার তিনি বলেন, ভাইরাসটি ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়তে থাকার কারণে  ২০৯ টি স্কুল এবং নার্সারি সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ দেশে নতুন করে ৫ জন মার্স আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার খবর জানিয়েছে।

এ নিয়ে দেশটিতে ‘মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম’(মার্স) কোরোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। এর মধ্যে ৫৮ বছর বয়স্ক এক নারী এবং ৭১ বছর বয়স্ক এক বৃদ্ধ মারা গেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই পরিস্থিতি বিশ্লেষণের জন্য বুধবার একটি জরুরি বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে ইয়োনহাপ বার্তা সংস্থা।

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এক বছর আগে মার্স ভাইরাসের প্রকোপ ছিল খুবই বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, সে সময় এ ভাইরাসে মৃত্যুর হার ছিল প্রায় ৪০ শতাংশ। রোগটির কোনো টিকা বা প্রতিষেধক নেই।