পালমিরায় ৪শ’ জনকে হত্যা করেছে আইএস

সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় অন্তত চারশ মানুষকে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা, যাদের অধিকাংশ নারী ও শিশু।

>>রয়টার্স
Published : 24 May 2015, 12:54 PM
Updated : 24 May 2015, 12:54 PM

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোববার এ খবর প্রকাশ করে। পালমিরা নগরীর অধিবাসীদের বরাত দিয়ে খবর প্রচারিত হয় টিভিতে।

বুধবার সরকারি বাহিনীকে হটিয়ে সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরার দখল নেয় আইএস। এই প্রথম সিরিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকা কোনো শহর সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে জঙ্গি সংগঠনটি।

সিরিয়ার বিরোধী আন্দোলনকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আইএস জঙ্গিরা পালমিরা দখলের পর নগরীটির রাস্তায় কয়েকশ মৃতদেহ পড়ে আছে।

রোমান সম্রাজ্যের অধীনে গড়ে ওঠা পালমিরা নগরীর আরবী নাম তাদমুর। নগরীতে বেশ কয়েকটি মন্দির, বিশাল বিশাল স্তম্ভের সারি এবং একটি থিয়েটার রয়েছে।

সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত পালমিরার প্রাচীন অংশটি দুই হাজার বছরের পুরনো। এখানকার ঐতিহাসিক স্থাপনাগুলো গত দুই হাজার বছর ধরে টিকে আছে।

এর আগে আইএস জঙ্গিরা ইরাকে দুই প্রাচীন নগরী নিমরুদ ও হাত্রা পুরোপুরি ধ্বংস করে দেয়।