নেদারল্যান্ডসে নেকাব আংশিক নিষিদ্ধ

স্কুল, হাসপাতাল ও সাধারণ পরিবহনসহ কয়েকটি জায়গায় ইসলামি ধারার মুখ-ঢেকে রাখা নেকাব নিষিদ্ধ করার পরিকল্পনা অনুমোদন করেছে নেদারল্যান্ডসের মন্ত্রিসভা। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 09:27 AM
Updated : 23 May 2015, 09:27 AM

তবে পথে চলার সময় নেকাব পড়ার বিষয়টি এই নিষিদ্ধের তালিকায় পড়বে না বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। 

এই আইন অমান্যকারীকে ৪০৫ ইউরো জরিমানা করা হতে পারে বলে শনিবার জানিয়েছে বিবিসি। 

স্বরাষ্ট্রমন্ত্রী রোনাল্ড প্লাসটের্কের আনা প্রস্তাবটি মন্ত্রিসভা অনুমোদন করার পর সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
 
এতে বলা হয়, “মুখ-ঢাকা পোশাক ভবিষ্যতে শিক্ষা ও স্বাস্থ্য ইনস্টিটিউটগুলোতে, সরকারি ভবনগুলোতে, এবং সাধারণ পরিবহনগুলোতে গ্র্রহণযোগ্য হবে না।” 

নেদারল্যান্ডসে মাত্র কয়েকশ নারী বোরকা পড়েন বলে ধারণা করা হয়, এদের অধিকাংশই কোনো অনুষ্ঠান উপলক্ষে বোরকা পড়ে থাকেন। 

প্রস্তাবিত এই নতুন আইনটি পর্যালোচনার জন্য আইনজীবীদের একটি প্যানেলের কাছে পাঠানো হবে বলে প্রকাশিত খবর সূত্রে জানা গেছে।  

২০১২ সালে বোরখা নিষিদ্ধ করার সরকারি উদ্যোগের প্রবল সমালোচনা করেছিল আইনজীবীদের এই প্যানেলটি। ওই উদ্যোগটি নেদারল্যান্ডসের সংবিধানের ধর্মীয় স্বাধীনতার ধারার পরিপন্থি বলে জানিয়েছিল তারা।