বোকো হারামের আস্তানা থেকে আরো ২৩৪ নারী ও শিশু উদ্ধার

বোকো হারাম জঙ্গিদের কবল থেকে আরো ২৩৪ জন নারী ও শিশুকে উদ্ধার করার কথা জানিয়েছে নাইজেরীয় সেনাবাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2015, 08:56 AM
Updated : 2 May 2015, 08:56 AM

বৃহস্পতিবার নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের সামবিসা বনে জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়ে এদের উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর বরাত দিয়ে শনিবার জানিয়েছে বিবিসি। 

এদের নিয়ে কয়েকদিনে সামবিসায় বোকো জঙ্গিদের আস্তানা থেকে পাঁচশরও বেশি নারী ও শিশুকে উদ্ধার করলো নাইজেরীয় সেনাবাহিনী। 

তবে নতুন উদ্ধার পাওয়াদের মধ্যে ২০১৪’র এপ্রিলে উত্তরপূর্বাঞ্চলীয় গ্রাম চিবোক থেকে অপহৃত ২০০ স্কুল ছাত্রীর কেউ আছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

উদ্ধার করা এসব নারী ও শিশুদের পরীক্ষা করে তাদের পরিচয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। 

চলতি সপ্তাহের প্রথম দিকে একই বন থেকে আরো প্রায় তিনশ নারী ও শিশুকে উদ্ধার করেছিল নাইজেরীয় সেনাবাহিনী। 

উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের সংরক্ষিত বন সামবিসায় চলমান অভিযানে বোকো জঙ্গিদের ১৩টি শিবির ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। 

ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী দেশ ক্যামেরুন, চাদ ও নাইজারের সেনাবাহিনীর সহায়তায় বিদ্রোহী বোকো হারামের বিরুদ্ধে বড় ধরনের একটি অভিযান শুরু করে নাইজেরীয় সেনাবাহিনী। তারপর থেকে বোকো হারামের দখলে থাকা বেশিরভাগ এলাকাই মুক্ত হয়।