যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজ আটক করেছে ইরান

ইরানের নৌবাহিনী যুক্তরাষ্ট্রের একটি পণ্যবাহী জাহাজ আটক করে সেটিকে কড়া পাহারায় নিয়ে গেছে দেশটির বান্দার আব্বাস বন্দরে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 03:00 PM
Updated : 28 April 2015, 03:52 PM

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আটকের সময় জাহাজটিতে ৩৪ জন ক্রু ছিল।

ইরানের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে এটিকে আটক করা হয় বলে জানিয়েছে তেহরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স।

তবে ইরান কিংবা যুক্তরাষ্ট্র কেউই সরকারিভাবে ঘটনাটি নিশ্চিত করে জানায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো ঘটনাটি সম্পর্কে পরিষ্কার করে জানার চেষ্টা করছে।

সৌদি-মালিকানাধীন আল আরাবিয়া টিভি বলেছে, ইরানি বাহিনী উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজটি আটক করে ইরানি বন্দর বান্দার আব্বাসের দিকে নিয়ে গেছে।

ইরানি টহল জাহাজ থেকে মার্কিন জাহাজটির দিকে গুলি ছোড়া হয়েছিল বলে জানায় টিভি চ্যানেলটি।