স্ট্যাচু অব লিবার্টি উড়িয়ে দেয়ার হুমকি

নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়ায় শত শত পর্যটককে সরিয়ে নেয়া হয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 09:44 AM
Updated : 25 April 2015, 09:44 AM

বিবিসি বলছে, দ্য ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, “তারা স্ট্যাচু অব লিবার্টি উড়িয়ে দেবে” বলে হুমকি পেয়েছেন।

এই হুমকি পাওয়ার পরপরই লিবার্টি দ্বীপ খালি করে সেখানে কেন্দ্রীয় পুলিশ অবস্থান নেয়।

একটি শিকারী কুকুর স্ট্যাচু অব লিবার্টির বেইজমেন্টের কাছে একটি লকারে সন্দেহজনক বস্তুর সন্ধান পান। কিন্তু সেটি কোনো বোমা ছিল না।

এরপর বিকালের দিকে ওই এলাকাকে নিরাপদ ঘোষণা করা হয়।

শহরটির দমকল বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২ টা ৫৭ মিনিটে তাদেরকে সন্দেহজনক একটি বাক্স পরীক্ষা করার জন্য ডাকা হয়।

১৮৮৬ সালে দুই দেশের মধ্যে বন্ধুত্বের স্মারক হিসেবে স্ট্যাচুটি যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল ফ্রান্স।