ভূমধ্যসাগরে ৭০০ `অভিবাসী’ নিয়ে জাহাজডুবি

ভূমধ্যসাগরে ৭০০ জন অভিবাসীবাহী একটি মাছ ধরার জাহাজডুবির ঘটনায় শত শত যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 08:59 AM
Updated : 19 April 2015, 09:08 AM

স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের দক্ষিণে লিবিয়ার জলসীমায় জাহাজটি ডুবে যায়, ইতালীয় কোস্টগার্ডের বরাত দিয়ে রোববার জানিয়েছে বিবিসি।

ঘটনার পরপরই বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইতালীয় কোস্টগার্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

জাহাজডুবির ঘটনায় শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী যোসেফ মুসকাত।

উদ্ধার অভিযানে ইতালির বেশ কয়েকটি জাহাজ, মাল্টা নৌবাহিনী ও ঘটনাস্থলের আশপাশে থাকা বাণিজ্যিক জাহাজগুলো অংশ নিচ্ছে। ২০টি জাহাজ ও তিনটি হেলিকপ্টার উদ্ধার কাজে অংশ নিয়েছে বলে জানিয়েছেন ইতালীয় কোস্টগার্ডের এক মুখপাত্র।

তিনি বলেছেন, “এটি এখন তল্লাশি ও উদ্ধার অভিযান হলেও এক সময় শুধু লাশ খোঁজার অভিযানে পরিণত হবে।”

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসা থেকে ২১০ কিলোমিটার দক্ষিণে ও লিবিয়া উপকূল থেকে ২৭ কিলোমিটার উত্তরে জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে ইতালীয় কোস্টগার্ড।

চলতি সপ্তাহের প্রথম দিকে লিবিয়ার উত্তরে ভূমধ্যসাগরে অপর একটি অভিবাসীবাহী জাহাজডুবির ঘটনায় ৪০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।