দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়ে সফল হয়েছে পাকিস্তান।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 08:42 AM
Updated : 16 April 2015, 08:42 AM

বুধবার ১,৩০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। 
 
পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, ঘুরি নামের ক্ষেপণাস্ত্রটি সেনাবাহিনীর কৌশলগত বাহিনীর কমান্ডের পরিচালনায় উৎক্ষেপণ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্য ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাইয়ের জন্য পরীক্ষাটি করা হয়েছে বলে জানানো হয়েছে। 
 
বিবৃতিতে বলা হয়েছে, “ঘুরি ব্যালিস্টিক মিসাইল প্রচলিত ওয়ারহেডের পাশাপাশি পরমাণু ওয়ারহেড ১,৩০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত বহনে সক্ষম।”  
 
উৎক্ষেপণের সময় কৌশলগত পরিকল্পনা ডিভিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছাড়াও বিজ্ঞানী ও প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।