গৃহপরিচারিকাকে নির্যাতন, নারীর ৬ বছরের জেল

গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে হং কংয়ের এক নারীর ৬ বছরের জেল হয়েছে। এরউইয়ানা সুলিসতিয়ানিঙ্গিস নামের এই গৃহপরিচারিকা ইন্দোনেশিয়ার নাগরিক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 02:38 PM
Updated : 27 Feb 2015, 02:46 PM

শুক্রবার বিচারক আমান্ডা উডকক এরউইয়ানার গৃহকত্রী ল ওয়ান-তাংকে এ রায় পড়ে শোনান।
 
সাবেক বিউটিশিয়ান ল ওয়ান-তাং গৃহপরিচারিকা এরউইয়ানার মুখে কিল-কুষি মেরে তাকে রক্তাক্ত করেন, এলোপাতাড়ি মারোধোর করেন এবং তার স্বজনদের খুন করার হুমকিও দেন।
 
২০১৩ সালের জুলাই থেকে ওয়ান-তাংয়ের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ শুরু করেন এরউইয়ানার। আট মাস কাজ করেন তিনি। এই সময়ে অমানবিক নির্যাতন চলে তার ওপর। তার দেহ গরম পানি দিয়ে ঝলসে দেয়া হয়েছে বলেও জানান চিকিৎসকরা।
 
অনলাইনে এরউইয়ানার নির্যাতিত হওয়ার ছবি পোস্ট হওয়ার পর ইন্দোনেশিয়া জুড়ে ক্ষোভ দেখা দিয়েছে।
 
হং কংয়ে প্রায় ৩ লাখ ৩০ হাজার গৃহকর্মী কাজ করেন। এদের অধিকাংশ ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার নাগরিক। তারা প্রায়ই এমন নির্যাতনের শিকার হয়ে থাকে এবং নূন্যতম বেতনে কাজ করে।