মিস ইউনিভার্স পাউলিনা

‘মিস ইউনিভার্স ২০১৪’ প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন মিস কলম্বিয়া পাউলিনা ভেগা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 09:27 AM
Updated : 26 Jan 2015, 09:35 AM

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ৮৮টি দেশের সেরা সুন্দরীদের পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স’র মুকুট জিতে নিয়েছেন তিনি।

প্রতিযোগিতায় প্রথম রানার-আপের খেতাব জয় করেছেন যুক্তরাষ্ট্রের নিয়া সানচেজ।

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে আয়োজিত রোববারের জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে বিজয়ী পাউলিনার মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেওয়া হয়।

এই আসরে দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন ইউক্রেনের সুন্দরী দিয়ানা হারকুশা।

শিরোপা জয়ে ভেগা ভীষণ উত্তেজিত এবং গর্ব অনুভব করছেন বলে জানিয়েছেন।

ভেগার মিস ইউনিভার্স মুকুট জয়ে কলম্বিয়ায় তার অনুরাগীরা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে।
যদিও দেশ থেকে অনেক দূরে তবু স্থানীয় ল্যাটিনরা তাকে যে সমর্থন দিয়েছেন তা তিনি অনুভব করতে পারছেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, “আমার মনে হচ্ছে আমি বাড়িতেই রয়েছি। আমার মনে হচ্ছে আমি কলম্বিয়াতেই আমার দেশের মানুষের মধ্যেই রয়েছি। এই প্রতিযোগিতার প্রতিটি মুহূর্তে আমি তাদের সমর্থন অনুভব করেছি।”

উচ্ছ্বসিত পাউলিনা বলেন, আমার এগিয়ে চলার পথে এই অর্জন পাথেয় হয়ে থাকবে।

তিনি এখন পড়াশোনায় মনোযোগী হতে চান বলেও জানিয়েছেন।
চূড়ান্তপর্বের অনুষ্ঠানের আগে তিনি বলেছিলেন, নারী কেবল সৌন্দর্যের বিষয়েই সজাগ থাকবে তা নয়। নিজের কাজ, মেধা এবং শ্রমের ব্যাপারেও সজাগ থাকা দরকার।
অপর ল্যাটিন সুন্দরী গেলবারের বিজয়ী গ্যাব্রিয়েলা ইসলারের হাত থেকে তিনি সুন্দরীশ্রেষ্ঠার মুকুট গ্রহণ করেন। ইসলার মিস ভেনেজুয়েলা ছিলেন।
বিজয়ী হিসেবে ভেগা অজ্ঞাত পরিমাণ অর্থের পারিশ্রমিক, নিউ ইয়র্কে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বিভিন্ন সৌন্দর্য উপকরণসহ নিউ ইয়র্ক ফিল্ম একাডেমির একবছরের মেধাবৃত্তি পাবেন।