মিশরে বিক্ষোভে নিহত ১০

কায়রোর পূর্বাঞ্চলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 04:58 PM
Updated : 25 Jan 2015, 04:58 PM

নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছে এবং আহত হয়েছে আরো অনেকে। স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানিয়েছেন।

শনিবার কায়রোর পদযাত্রায় এক কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে এ বিক্ষোভ-সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

মিশরে ২০১১ সালের আন্দোলনের চতুর্থ বার্ষিকী পালন করতে এ বিক্ষোভ হয়। ওই আন্দোলনে মিশরে পতন হয়েছিল দীর্ঘদিনের শাসক হোসনি মুবারকের।

এ বার্ষিকীর আগে থেকেই বড় বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বন্ধ করা হয়েছিল কায়রোর গুরুত্বপূর্ণ স্থানগুলো।

গত বছর একই ধরনের একটি বিক্ষোভে বহু মানুষ মারা গিয়েছিল।