গত বছর ইবোলা সংক্রমিত হয়েছে ২০,৩৮১ মানুষ

২০১৪ সালের শেষ দিকে প্রাণঘাতী ইবোলা ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা ২০ হাজার ৩৮১ তে দাঁড়ানো ছাড়াও ৭ হাজার ৯৮৯ মানুষ মারা গেছে। শুক্রবার এ পরিসংখ্যান দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2015, 02:25 PM
Updated : 5 Jan 2015, 02:25 PM

লাইবেরিয়ায় ২৮ ডিসেম্বর এবং সিয়েরা লিওন ও গিনি কোনাক্রিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ইবোলা আক্রান্ত ও মারা যাওয়া মানুষের এ সংখ্যা হিসাব করা হয়েছে।

ইবোলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিয়েরা লিওন। সেখানে ইবোলা আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৩৩ জন এবং মারা গেছে ২ হাজার ৮২৭ জন।

এরপরই আছে লাইবেরিয়া। সেখানে ইবোলা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ০১৮ এবং মারা গেছে ৩ হাজার ৪২৩ জন। অন্যদিকে, গিনি কোনাক্রিতে ইবোলা আক্রান্ত হয় ২ হাজার ৭৩০ জন এবং মারা যায় ১ হাজার ৭৩৯ জন।

গত বছর উল্লেখযোগ্য নানা ঘটনার মধ্যে ছিল ইবোলা সংক্রমণ এবং এর বিরুদ্ধে লড়ে যাওয়ার সংগ্রাম। টাইম ম্যাগাজিনে ২০১৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয় 'ইবোলা’ আক্রান্ত রোগীদেরকে সাহায্যে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা।