পেশোয়ারে শান্তি সম্মেলন করবে ওআইসি

ইসলামি দেশগুলোর জোট ওআইসি পাকিস্তানের পেশোয়ারে শান্তি সম্মেলন করার পরিকল্পনা করছে। সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ উদ্যোগ নেয়াই এর লক্ষ্য।

আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 11:10 AM
Updated : 22 Dec 2014, 11:10 AM

ওআইসি’র মহাসচিব আইয়াদ আমিন মাদানি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তকের সঙ্গে এক বৈঠককালে শান্তি সম্মেলনের ঘোষণা দেন।

গত ১৬ ডিসেম্বরে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালেবানের হামলায় ১৪১ শিশু নিহতের ঘটনার নিন্দা জানান মাদানি।

কেপ ঊর্ধ্বতন স্বাস্থ্যমন্ত্রী শাহরাম খান তারাকি, শিক্ষামন্ত্রী আতিফ খান এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

এ সময় মাদানি পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে হামলার নিন্দা জানিয়ে বলেন, এমন জঘন্য কাজের জন্য সন্ত্রসীদের পাকিস্তানি, মুসলিম এমনকি মানুষও বলা যায় না। তাদের প্রতি কোনো সহানুভূতি নয়।

হামলায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানান মাদানি। তবে শান্তি সম্মেলনটি কবে হবে সে ব্যাপারে কোনো ঘোষণা দেননি তিনি।