আরও মৃত্যুদণ্ড কার্যকর পাকিস্তানে

পাকিস্তানের ফয়সালাবাদ জেলা কারাগারে আরো চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সরকার।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 02:39 PM
Updated : 22 Dec 2014, 03:40 AM

সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফকে হত্যা প্রচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া এই চার আসামির মৃত্যুদণ্ড রোববার রাতে কার্যকর করা হয়।

জুবাইর আহমেদ, রশিদ কুরেশি, গুলাম সারোয়ার ভাত্তি এবং রুশ নাগরিক আখলাক আহমেদ নামক এ চার আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফয়সালাবাদ কেন্দ্রীয় কারাগার থেকে জেলা কারাগারে নেওয়া হয়।

মৃত্যুদণ্ড কার্যকরের আগে আসামিদের সঙ্গে পরিবার-পরিজনকে শেষবার দেখা করার সুযোগ দেয়া হয়।

একইভাবে লাহোরে আরো চার আসামির মৃত্যুদণ্ডের আদেশ কার্যকরের উদ্যোগ নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী দু’একদিনের মধ্যে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

গত ১৬ ডিসেম্বর পেশোয়ারের একটি আর্মি পাবলিক স্কুলে তালেবান সন্ত্রাসীদের বর্বর হামলায় ১৪১ জন নিহত হওয়ার পর পাকিস্তান সরকার দেশটির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দণ্ড কার্যকরের উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন ধরে এসব আসামির মৃত্যুদণ্ড কার্যকরের ওপর নিষেধাজ্ঞা ছিল।