সিন্ধুতে ৯৯৪ জন নতুন এইডস রোগী সনাক্ত

পাকিস্তানের সিন্ধু প্রদেশে চলতি বছর নতুন ৯৯৪ জন এইচআইভি বা এইডস আক্রান্ত রোগীকে সনাক্ত করা হয়েছে।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 08:37 AM
Updated : 28 Nov 2014, 08:46 AM

গণমাধ্যমের এক প্রতিবেদনের বরাতে দ্য ডন এই খবর জানিয়েছে।

সিন্ধু এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকল্প পরিচালক সিকদার আলি শাহ’র বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে, “এই সংখ্যা প্রত্যেকের জন্যেই উদ্বেগের বিষয়। তবে এরমধ্যদিয়ে আমাদের পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রক্রিয়ার দক্ষতাই প্রকাশ পেয়েছে।”

প্রতিবেদনে বলা হয়েছে, “সিন্ধুতে ৯৯৪ জনের মধ্যে ৯০৫ জন পুরুষ পরীক্ষায় এইচআইভি/এইডস পজেটিভ ধরা পড়েছে। বাকিদের মধ্যে ৮৩ জন নারী ও ৬ শিশু। শিশুদের মধ্যে ৪ জন ছেলেশিশু ও ২ জন মেয়েশিশু, যাদের বয়স ৭ বছরেরও কম।”

এই শিশুদের শরীরে হয় তাদের মায়ের মাধ্যমে প্রাণঘাতী এইচআইভি সংক্রমিত হয়েছে নয়তো রক্তের মাধ্যমে প্রবেশ করেছে।

সিন্ধুর কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর ২৯ জন মানুষ এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৫ জন পুরুণ ও ২৪ জন নারী। ২০০৩ সাল থেকে এ পর্যন্ত এই প্রাণঘাতী ব্যাধিতে ২৬৫ জনের মৃত্যু হয়েছে।