কাবুলে ব্রিটিশ দূতাবাসের গাড়িতে হামলায় নিহত ৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে ব্রিটিশ দূতাবাসের একটি গাড়িতে চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 27 Nov 2014, 08:00 AM
Updated : 27 Nov 2014, 09:13 AM

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে চালানো এ হামলায় আরো ৩০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হতাহতদের বেশিরভাগ আফগান নাগরিক এবং বিস্ফোরণের সময় তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন বলে জানা গেছে।

একটি মোটর সাইকেল যোগে এসে হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটনায়। হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান।

আগামী মাসে দেশটিতে মোতায়েন বেশিরভাগ বিদেশী সেনা দেশটি ছেড়ে যাবে। তাদের আফগানিস্তান ছাড়ার প্রস্তুতির মুখে দেশজুড়ে হামলা জোরদার করেছে তালেবান বিদ্রোহীরা।

রয়টার্স জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক যু্ক্তরাজ্য দূতাবাসের এক মুখপাত্র একটি ব্রিটিশ যান হামলার শিকার হয়েছে বলে নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, “এটি একটি ব্রিটিশ যান, নিশ্চিত করছি আমি। এ ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। এ বিষয়ে আমারা আফগান কর্তৃপক্ষের সঙ্গে সহযোগীতা করে যাচ্ছি।”

হামলাকারী একটি মোটর সাইকেল চালাচ্ছিল বলে জানিয়েছেন আফগান উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আইয়ুব সালাঙ্গি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি জানিয়েছেন, বিস্ফোরণটির প্রচণ্ডতায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৩৩ জন আফগান আহত ও কাছে থাকা তিনটি গাড়ি বিধ্বস্ত হয়েছে।

সোমবার কাবুলে গাড়িযোগে যাওয়ার সময় অপর এক বোমা হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছিলেন।