মালয়েশিয়া এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা

এমএইচ৩৭০ নিখোঁজ হওয়ার ঘটনায় মালয়েশিয়া এয়ারলাইন্স এবং সরকারের বিরুদ্ধে মামলা করেছে ওই ফ্লাইটে থাকা এক যাত্রীর দুই সন্তান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 12:41 PM
Updated : 31 Oct 2014, 12:42 PM

গত ৮ মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইট নিখোঁজ হওয়ার পর এটিই প্রথম মামলা বলে মনে করা হচ্ছে।

এতে বিমানটি নিখোঁজ হওয়ার পর সময়মত সেটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে ব্যর্থতার জন্য বিমান পরিবহন বিভাগের দায়িত্বে অবহেলার অভিযোগ করা হয়েছে।

ওই ফ্লাইটে থাকা যাত্রী জি জিং হ্যাং এর দুই অপ্রাপ্তবয়স্ক ছেলের প্রতিনিধি হিসাবে আইনজীবীরা কুয়ালা লামপুর হাইকোর্টে মামলাটি করেন।

নিরাপদ ফ্লাইট নিশ্চিত করতে ব্যর্থতার জন্য মালয়েশিয়া এয়ারলাইন্সের পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য জাতীয় বিমান কর্তৃপক্ষ, অভিবাসন দপ্তর এবং বিমান বাহিনীও এ মামলার মুখে পড়ছে।

আইনজীবী অরুনান সেভেলরাজ বলেছেন, “আমরা ৮ মাস অপেক্ষা করেছি। বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার পর আমাদের বিশ্বাস যে, আমরা একটি শক্তিশালী মামলা দায়ের করার জন্য যথেষ্ট প্রমাণ পেয়েছি”।

তিনি বলেন, “উন্নত প্রযুক্তির এ যুগে এতবড় একটি বিমান হারিয়ে যাওয়াটা আসলেই মনে নেয়া যায় না”।