পাকিস্তানে সাম্প্রদায়িক হামলায় ৮ শিয়া নিহত

পাকিস্তানের সহিংসতা কবলিত বেলুচিস্তান প্রদেশে শিয়া হাজারা গোষ্ঠীর সদস্যদের ওপর চালানো এক হামলায় ৮ জন নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 23 Oct 2014, 09:10 AM
Updated : 23 Oct 2014, 09:11 AM

বৃহস্পতিবার চালানো ওই বন্দুক হামলায় আরো একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বাজার থেকে বাসযোগে ফেরার সময় বাসটিতে গুলিবর্ষণ করে অজ্ঞাত বন্দুকধারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

তবে এর আগে হাজারাদের ওপর সুন্নি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-জঙ্গভি অসংখ্যবার বন্দুক ও বোমা হামলা চালিয়েছে।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমরান কোরেশি বলেছেন, “দুইজন বন্দুকধারী বাসে উঠে গুলি চালায়।”

হতাহতরা সবাই হাজারা জনগোষ্ঠীর সদস্য বলে নিশ্চিত করেছেন অপর পুলিশ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আসাদ রাজা।

ঘটনার পর হামলার শিকার হওয়া বাসটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

হাজারারা বাজারে গেলে সাধারণত পুলিশ পাহারা নিয়ে থাকে। শিয়া হাজারাদের হত্যা করার প্রকাশ্য ঘোষণা দিয়ে রেখেছে লস্কর-ই-জঙ্গভি।

টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে পুলিশের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা আইতজাজ গোরাইয়া জানিয়েছে, হামলার শিকার হাজারাদের দলটি বাজারের যাওয়া বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেনি।