হোয়াইট হাউজের বেড়া টপকে গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তর ও বাসভবন হোয়াইট হাউজের সীমানা প্রাচীর টপকে এক ব্যক্তি ভিতরে প্রবেশ করার পর সিক্রেট সার্ভিসের প্রশিক্ষিত কুকুরগুলো তাকে ঘিরে ধরে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

>>রয়টার্স
Published : 23 Oct 2014, 05:29 AM
Updated : 23 Oct 2014, 05:29 AM

বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের নিরাপত্তা দেখভাল করা সিক্রেট সার্ভিসের মুখপাত্র এডুইন ডোনোভান।

“কুকুরগুলো তাকে ধরেছে,” অনুপ্রবেশকারীর আটক হওয়ার বিষয়টি ইঙ্গিত করে বলেন ডোনোভান।

অনুপ্রবেশকারীর নাম ডমিনিক আন্দেসানিয়া এবং ২৩ বছর বয়সী আন্দেসানিয়া মেরিল্যান্ডের বেল এয়ারের বাসিন্দা বলে জানিয়েছে তিনি।

গ্রেপ্তারকালে আন্দেসানিয়ার কাছে কোনো অস্ত্র ছিল না বলে নিশ্চিত করেছেন তিনি।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে আন্দেসানিয়া ভিতরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সময় প্রায় ৯০ মিনিট ধরে হোয়াইট হাউজ তালাবদ্ধ করে রাখা হয়। পরে রাত ৯টার একটু আগে খুলে দেয়া হয়।

এ বিষয়ে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হোয়াইট হাউজের উত্তরের ঘাসে ঢাকা মাঠে আন্দেসানিয়াকে ঘিরে ধরেছে সিক্রেট সার্ভিসের এজেন্ট কুকুরগুলো। একটি কুকুর তাকে আক্রমণ করলে তিনি কুকুরটিকে ঘুষি মারেন।

ঘটনার সময় আহত সিক্রেট সার্ভিসের দুটি কুকুরকে পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডোনোভান।

প্রায় এক মাস আগে ছুরিসহ অপর একজন অনুপ্রবেশকারী হোয়াইট হাউজের বেড়া টপকে দৌড়ে ঘাসে ঢাকা মাঠ পেরিয়ে প্রেসিডেন্ট দপ্তরের একটি দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়েছিলেন। এ ঘটনার সূত্র ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। এরই জেরে সিক্রেট সার্ভিসের তৎকালীন পরিচালক জুলিয়া পিয়ারসন পদত্যাগ করেন।