ইইউ মানবাধিকার পুরস্কার পেলেন মুকয়গে

ডেমক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকয়গে চলতি বছর ইউরোপীয় ইউনিয়নের ‘শাখারভ’ মানবাধিকার পুরস্কার পেয়েছেন।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 05:49 AM
Updated : 22 Oct 2014, 05:58 AM

বিবিসি বলছে, নিজ দেশে দলগত ধর্ষণের শিকার হাজারো নারীকে চিকিৎসা সহায়তা দেয়ার জন্য তাকে এ সম্মাননা দেয় ইউরোপীয় পার্লামেন্ট।

৫৯ বছর বয়সী স্ত্রীরোগ চিকিৎসক মুকয়গে ১৯৯৯ সালে পূর্ব কঙ্গোতে পানজি হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

মূলত ভয়াবহ যৌন নির্যাতনের শিকার নারীদের এই হাসপাতালে চিকিৎসা দেয়া হতো।

পুরস্কার ও কাজের স্বীকৃতি হিসেবে ডিসেম্বরে তার হাতে ৫০ হাজার ইউরো তুলে দেয়া হবে।

দুই বছর আগে ডা. মুকয়গে আততায়ীর হাতে হত্যাকাণ্ডের শিকার হওয়া থেকে অল্পের জন্য বেঁচে যান।

দেশটির খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে বিবদমান গোষ্ঠীগুলোর সদস্যদের হাতে নারীদের যৌন নির্যাতনের কঠোর সমালোচনার কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়।

ইউক্রেইনের ইউরোপীয় ইউনিয়নভুক্ত হওয়ার আন্দোলনকারী গোষ্ঠী ইউরোময়দান ও আজারবাইজানের আন্দোলনকারী লায়লা ইউসুন যথাক্রমে এই পুরস্কারের জন্য দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন। তাদের টপকে মুকয়গে অর্জন করেন এই পুরস্কার।

সোভিয়েত বিজ্ঞানী ও ভিন্নমতাবলম্বী আন্দ্রেই শাখারভের সম্মানার্থে ১৯৮৮ সাল থেকে প্রতিবছরই মুক্ত চিন্তার মানুষদের শাখারভ পুরস্কার দিয়ে আসছে ইউরোপীয় পার্লামেন্ট।

২০১৩ সালে পাকিস্তানের নারী ও শিশু অধিকার আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই এই পুরস্কার অর্জন করেছিলেন।


এর আগে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা এবং মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি এ পুরস্কার পান।