৩৯ জনকে খুন করে ধরা

৩ বছরে ৩৯ জনকে হত্যাকারী এক ব্রাজিলিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 08:31 AM
Updated : 17 Oct 2014, 08:31 AM

পুলিশ জানিয়েছে, গৃহহীন, নারী ও সমকামীরা ছিলেন ২৬ বছর বয়সী চিয়াগো হেনরিক গোমেস দা রোচা নামের ওই নিরাপত্তাকর্মীর শিকার।

পুলিশের বরাতে বিবিসি বলছে, রোচা নামের ওই ধারাবাহিক হত্যাকারীকে (সিরিয়াল কিলার) ব্রাজিলের গোইয়ানিয়া থেকে পুলিশের একটি বিশেষ দল গ্রেপ্তার করে।

এই বিশেষ দলটিই হত্যাকাণ্ডগুলোর তদন্ত করছে। রোচা হত্যাকাণ্ডগুলোর কথা স্বীকার করেছেন বলে পুলিশি জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, রোচা হত্যার আগে কারো কারো কাছে কখনো কখনো মূল্যবান জিনিসপত্র দাবি করতো। কিন্তু গুলি করে লাশ ফেলে যাওয়ার সময় তাদের জিনিসপত্র কিছুই নিতো না।

রোচাকে জেরা করার সময় উপস্থিত ছিলেন এমন একজন পুলিশ কর্মকর্তা ব্রাজিলিয়ান এক টেলিভিশন চ্যানলকে বলেন, রোচা ১তার হাতে নিহতদের সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন। আর সেটি ১ থেকে ৩৯।

নিজের খুনের ঘটনাগুলো স্বীকার করার সময় তিনি অত্যন্ত স্বাভাবিক ছিলেন। ওই পুলিশ কর্মকর্তা বলেন, “তার স্বাভাবিকতায় আমরা খুব মর্মাহত হয়েছি।”

পুলিশ কর্মকর্তা আরো বলেন, তিনি যাদের খুন করেছেন তাদের সঙ্গে কখনো পরিচিত ছিলেন না।

রোচা কোন কোন স্থানে খুনগুলো করেছেন তার প্রত্যেকটির নিখুঁত বর্ণনা দিয়েছেন।

তার বিরুদ্ধে দোকান ও ফার্মেসিসহ ৯০টি ক্ষেত্রে ডাকাতির অভিযোগেরও তদন্ত হচ্ছে।