যুক্তরাষ্ট্রে ইবোলা রোগীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে ইবোলা সংক্রমণ ধরা পড়া প্রথম রোগী থমাস ডানক্যান মারা গেছেন বলে জানিয়েছে টেক্সাস হাসপাতালের কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2014, 03:55 PM
Updated : 8 Oct 2014, 03:55 PM

লাইবেরিয়ায় ইবোলা সংক্রমিত হয়ে গত মাসে তা ধরা পড়ার পর থেকে ডালাস হাসপাতালে আলাদা করে রাখা হয়েছিল ডানক্যানকে।

এর আগে ভাইরাসের লক্ষণ পরীক্ষা করতে প্রবেশপথগুলোতে নতুন নিরাপত্তা প্রক্রিয়া চালুর ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

পশ্চিম আফ্রিকায় এ পর্যন্ত ইবোলার প্রাদুর্ভাবে ৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।

যুক্তরাষ্ট্রে ধরা পড়া রোগী ডানক্যানই ছিলেন দেশটিতে প্রথম ইবোলা আক্রান্ত রোগী। এছাড়া তিন আমেরিকান ত্রানকর্মী এবং ফটোসাংবাদিক লাইবেরিয়ায় ইবোলা আক্রান্ত হয়।