পাকিস্তানে ৮৫ বিদ্রোহীর আত্মসমর্পণ

পাকিস্তানে সন্দেহভাজন ৮৫ বিদ্রোহী-জঙ্গি আত্মসমর্পণ করেছেন।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 06:53 AM
Updated : 29 Sept 2014, 06:53 AM

দেশটির গণমাধ্যম সোমবার এই খবর জানিয়েছে।

বেলুচিস্তানের ফ্রন্টিয়ার কর্পস (এফসি)-এর মুখপাত্র খান ওয়ার্সি এক বিবৃতিতে বলেন, আত্মসমর্পণকারীরা বাগতি গোত্রের এবং তারা দেরা বাগতির অধিবাসী।

দেরা বাগতি ছাড়াও বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় এই বিদ্রোহী-জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা সঙ্গে জড়িত।

রোববার এফসি ইন্সপেক্টর জেনারেল মেজর জেনারেল মুহাম্মাদ ইজাজ শহিদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে ওই বিদ্রোহী-জঙ্গিরা তাদের অস্ত্র সমর্পণ করেন। এ সময় বিভিন্ন গোত্রীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বিদ্রোহী-জঙ্গিরা বিভিন্ন অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, রাইফেল এবং ভূমিমাইন সমর্পণ করেন।

তারা আর কখনো সহিংসতায় জড়াবে না বলে ঘোষণা দেন। এ সময় এই বিদ্রোহী-জঙ্গিরা রাষ্ট্রের বিরুদ্ধে আর কখনো কোন কর্মকাণ্ডে লিপ্ত হবেন না বলেও অঙ্গীকার করেন।

এ সময় তারা প্রদেশিক সরকারের সাধারণ ক্ষমা ঘোষণা ও আত্মসমর্পণকারীদের জন্য বিশেষ অনুদানের পদক্ষেপকে স্বাগত জানান।