৬ সপ্তাহে ইবোলা আক্রান্ত হতে পারে ২০ হাজার মানুষ

পশ্চিম আফ্রিকায় নভেম্বরের শুরু নাগাদ ইবোলা আক্রান্ত হতে পারে ২০ হাজার মানুষ। সংক্রমণ নিয়ন্ত্রণে কোনো জরুরি ব্যবস্থা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ সংক্রমণ দেখা দিতে পারে এবং বছরের পর বছর ধরে চলতে পারে। গবেষকরা মঙ্গলবার একথা বলেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 12:10 PM
Updated : 23 Sept 2014, 03:03 PM

‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’ এ প্রকাশিত এক আর্টিকেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইমপেরিয়াল কলেজ বলেছে, রোগীদেরকে আলাদা করে না রাখা পর্যন্ত সংক্রমণ বাড়তে থাকবে।

২৮ অগাস্টে ইস্যু করা প্রাথমিক রোডম্যাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)পূর্বাভাস দিয়ে বলেছে, আগামী ৯ মাসে ইবোলা ভাইরাস আক্রান্ত হতে পারে ২০ হাজার মানুষ। জাতিসংঘের এ সংস্থাটি বলেছে, ইবোলা সংক্রমিত ৫ হাজার ৮৬৪ জনের মধ্যে এ পর্যন্ত মারা গেছে অন্তত ২ হাজার ৮১১ জন।

২৩ মার্চ থেকে ছয় মাসে সর্বশেষ গবেষণায় গিনি, সিয়েরা লিওন এবং লাইবেরিয়ায় তৃতীয় দফায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস সংক্রমণের উপাত্তের ভিত্তিতে আনুমানিক ওই হিসাব দেয়া হয়েছে।