ইয়েমেনে সেনাবাহিনী-বিদ্রোহী সংঘাতে নিহত ৭১

ইয়েমেনের রাজধানী সানায় দ্বিতীয় দিনের মতো শিয়া হাউথি বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনাবাহিনী ও সুন্নি বেসামরিক বাহিনীর সংঘর্ষে ৭১ জন নিহত হয়েছেন।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2014, 07:26 AM
Updated : 20 Sept 2014, 07:26 AM

শুক্রবারের এ সংঘর্ষে নিহতদের মধ্যে ৩০ জন সেনা সদস্য ও আটজন বেসামরিক মানুষ।

সানার শহরতলীতে এ সংঘর্ষ চলাকালে এবং সংঘর্ষকবলিত এলাকায় সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

সুন্নি ইসলাহ পার্টি পরিচালিত ইমাম বিশ্ববিদ্যালয়ের কাছে কয়েকদিন ধরে সুন্নি বেসামরিক বাহিনীর সঙ্গে হাউথি বিদ্রোহীদের সংঘর্ষ চলছিল। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে বিদ্রোহীরা অপ্রত্যাশিতভাবে ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন দপ্তরে হামলা চালায়।

পাশাপাশি মুসলিম ব্রাদারহুডের ইয়েমেনি শাখার সঙ্গে মিত্রতায় আবদ্ধ সেনাবাহিনীর প্রথম আর্মাড ডিভিশনের ছাউনিতেও হামলা চালায় বিদ্রোহীরা।

হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে শুক্রবার বিকাল পর্যন্ত ৩০ জন সেনা, ১০ সুন্নি যোদ্ধা, ২৩ হাউথি বিদ্রোহী ও আটজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এর আগে বুধবার একই এলাকায় সেনা-বিদ্রোহী সংঘর্ষে ২০ সেনা নিহত হয়েছিলেন।

শুক্রবার বিকেলে ব্যারাক এলাকায় অতিরিক্ত সেনা ও ট্যাঙ্ক মোতায়েনের পর বিদ্রোহীদের অগ্রযাত্রা থামাতে সক্ষম হয় সেনাবাহিনী।

তবে এরপরও ইমাম বিশ্ববিদ্যালয় ও প্রথম আর্মাড ডিভিশনের ছাউনি দখল করে রেখেছে বিদ্রোহীরা।

দুই পক্ষের এ লড়াইয়ের কারণে সানার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।