পাকিস্তানে বিমান হামলায় ৪০ জঙ্গি নিহত

পাকিস্তান সেনাবাহিনী বলেছে, উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকায় জঙ্গি বিমান হামলায় ৪০ স্থানীয় এবং বিদেশি জঙ্গি নিহত হয়েছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 12:04 PM
Updated : 17 Sept 2014, 12:04 PM

সামরিক বাহিনীর একটি বিবৃতি উদ্ধৃত করে সিনহুয়া বলেছে, “আজ উত্তর ওয়াজিরিস্তানে দত্ত খেলের উত্তরে নাওয়ে কিল্লি এবং জারাম আসর গ্রামে ৫ টি জঙ্গি ঘাঁটি এবং গোলাবারুদের ঘাঁটি সুনির্দিষ্ট বিমান হামলায় ধ্বংস হয়েছে এবং বিদেশিরাসহ ৪০ জঙ্গি নিহত হয়েছে”।

উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে গত জুন থেকে শুরু হওয়া বড় ধরনের সেনা অভিযানের অংশ হিসাবে এ হামলা চালানো হয়েছে।

পাকিস্তানি তালেবান এবং পাকিস্তান সরকারের মধ্যে বিরল এক শান্তি সংলাপ ভেঙে পড়ার পর উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযান শুরু হয়।

অঞ্চলটি পাকিস্তানি এবং বিদেশি জঙ্গিদের বড় আশ্রয়স্থল হিসাবে বিবেচিত। অভিযান শুরুর পর থেকে সেখানে এ পর্যন্ত ১ হাজারের বেশি জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

তবে ঘটনাস্থলে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ থাকায় এ সংখ্যা নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।