মিশরের সিনাইয়ে বোমা হামলায় ৬ পুলিশ নিহত

মিশরের সিনাই উপদ্বীপে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 08:31 AM
Updated : 16 Sept 2014, 08:31 AM

মঙ্গলবারের এ হামলায় পুলিশের দুজন কর্মকর্তাও আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

হামলার সময় পুলিশের দলটি একটি সাঁজোয়া বহর নিয়ে উত্তর সিনাইয়ের এল-অ্যারিস শহর ও গাজার রাফা সীমান্তের মধ্যবর্তী রাস্তায় টহল দিচ্ছিল বলে জানা গেছে।

এই এলাকায় আগের জঙ্গি হামলাগুলোর দায়িত্ব স্বীকার করেছিল আল কায়েদার সঙ্গে সম্পর্কিত গোষ্ঠী আনসার বায়েত আল মাকদিস।

২০১৩ সালে সেনাবাহিনী মুসলিম ব্রাদারহুড দলীয় মিশরীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে। এর পরপরই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়ে দেয় সিনাইয়ের জঙ্গিগোষ্ঠীগুলো।

মুসলিম ব্রাদারহুডের শত শত ইসলামপন্থীকে হত্যা ও হাজার হাজার কর্মীকে কারাদণ্ড দেয়ার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছিল আল মাকদিস।