কাশ্মিরের বন্যায় উত্তর প্রদেশের ২০৯১ জন নিখোঁজ

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের ভয়াবহ বন্যায় আটকেপড়া উত্তর প্রদেশের দুই হাজারেরও বেশি অধিবাসী এখনও নিখোঁজ রয়েছেন।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 06:48 AM
Updated : 16 Sept 2014, 06:48 AM

নিখোঁজ এসব লোকজন কোথায় আছেন, কীভাবে আছেন- তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন উত্তর প্রদেশের কর্মকর্তারা।

এ পর্যন্ত ২০৯১ জনকে নিখোঁজ বলে অভিযোগ দাখিল করেছেন এসব ব্যক্তির পরিবার ও আত্মীয়-স্বজনেরা।

নিখোঁজ এসব ব্যক্তির মধ্যে উত্তর প্রদেশের এক পিলিভিত এলাকারই রয়েছেন ৪৮৪ জন। বিভিন্ন কারণে নিখোঁজ এসব ব্যক্তি কাশ্মির গিয়েছিলেন। কিন্তু গত সপ্তার মারাত্মক বন্যার পর এরা সবাই নিখোঁজ রয়েছেন।

উত্তর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল স্যাকসেনা বার্তা সংস্থা আইএএনএস’কে জানিয়েছেন, উত্তর প্রদেশের এসব নিখোঁজ অধিবাসী কোথায় আছেন তা খুঁজে বের করতে রাজ্য সরকার জম্মু ও কাশ্মির কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছেন।
কাশ্মিরের বন্যায় নিখোঁজ লোকদের মধ্যে ৩৯৫ জন মোরাদাবাদের, ৩১২ জন রামপুরের, ১৪১ জন শামলির, ১৩৫ জন বেরেলির, ৩৫ জন কুশনগড়ের, ৩৫ জন ফিরোজাবাদের এবং ২০ জন বাঘপাতের বাসিন্দা।
এছাড়া নিখোঁজদের মধ্যে প্রদেশটির অন্যান্য জেলার আরো ৫০০ জন রয়েছেন।
চারদিন ধরে এদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা।
কেউ কেউ ছুটি কাটাতে কাশ্মির গেলেও অধিকাংশই বিভিন্ন খুচরা ব্যবসা ও চাকরির উদ্দেশ্যে পাহাড়ি ওই রাজ্যটিতে গিয়েছিলেন।