আফগানিস্তানে ‘ঐক্য সরকার’ আলোচনা ভেস্তে গেছে

আফগানিস্তানে প্রতিদ্বন্দ্বী দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ এবং আশরাফ গনির মধ্যে ক্ষমতা ভাগাভাগি চুক্তি করা নিয়ে আলোচনা ভেস্তে গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 02:43 PM
Updated : 1 Sept 2014, 02:43 PM

এক শীর্ষ নেতা সোমবার একথা বলেছেন। আবদুল্লাহর রানিংমেট ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদ মোহাকেক বলেছেন, ঐক্য সরকারে প্রধান নির্বাহীর ক্ষমতা নিয়ে দুপক্ষ একমত হতে পারেনি।

আফগানিস্তানে বিতর্কিত নির্বাচনের পর প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরি নির্ধারণ নিয়ে কয়েকমাস ধরে ক্ষমতার লড়াই চলছে।

এরই মধ্যে কাবুলে এক সাক্ষাৎকারে মোহাকেক বলেন, “দুই দিন আগে আলোচনা ভেস্তে গেছে। রাজনৈতিক প্রক্রিয়ায় এখন অচলাবস্থা বিরাজ করছে। আমরা কোনো পথ দেখছি না”।