৬ হাজার কর্মী কমাচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স

পর পর দুটি বিপর্যয়ের ধাক্কা সামলাতে ছয় হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 01:37 PM
Updated : 29 August 2014, 01:37 PM

শুক্রবার বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি সম্পূর্ণ সরকারি মালিকানায় নেয়ার পাশাপাশি এর ছয় হাজার কর্মী ছাঁটাই করা হবে।

এর ফলে কোম্পানিটির ৩০ শতাংশ কর্মী কমে যাবে। মালয়েশিয়া এয়ারলাইন্সে ২০ হাজার লোক কাজ করছে।

চলতি বছর মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান মাঝ আকাশে হারিয়ে যাওয়ার চার মাসের মাথায় ১৭ জুন পূর্ব ইউক্রেইনে আরেকটি বিমান ভূপাতিত হয়।

ইউক্রেইনের রুশপন্থি বিদ্রোহী ও পশ্চিমাপন্থি সরকারের সঙ্গে চলমান সংঘাতের জেরেই বিমান ভূপাতিত করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে কোন পক্ষ এই নাশকতায় জড়িত তা পরিষ্কার নয়।

মার্চে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে হারিয়ে যাওয়া বিমানটির খোঁজেও ইতিহাসের ব্যয়বহুল তল্লাশিযজ্ঞ চালানো হয়েছে। তবে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করেও কোনো ফল পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বিমান সংস্থাটি জানায়, দুটি দুর্ঘটনার পর থেকে বিমানের টিকিট বুকিং মারাত্মকভাবে কমে গেছে।

মালয়েশিয়া এয়ারলাইন্সে ৬৯ শতাংশ শেয়ার রয়েছে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান খাজানা ন্যাশনালের। প্রতিষ্ঠানটি এখন এয়ারলাইন্সের শতাভাগ মালিকানা নেবে।

সংস্কারের অংশ হিসেবে বিমানের দূরপাল্লার কিছু রুট বন্ধ করা হবে। সব লোকসান কাটিয়ে উঠে ২০১৮ সালের মধ্যে লাভের মুখ দেখার আশা করছেন খাজানার ব্যবস্থাপনা পরিচালক আজমান মোক্তার।