৫০ দিন পর ফের শান্ত গাজা

ইসরাইলের হামলা শুরুর ৫০ দিন পর শুরু হওয়া যুদ্ধবিরতিতে গাজা আবার শান্ত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 03:15 PM
Updated : 27 August 2014, 03:15 PM

মিশরের মধ্যস্থতায় মঙ্গলবার হামাস ও ইসরাইলের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির পর তা কার্যকর হয়েছে।

এতে করে শান্ত হয়ে এসেছে গাজা; ইসরাইল আর হামলা করেনি। হামাসও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো রকেট ছোড়েনি।

দীর্ঘদিন পর গাজার লোকজন বুধবার স্বাভাবিকভাবে কাজে নেমেছে। শহরের বাজার-ঘাট ও মার্কেটগুলোতে কেনাবেচা চলছে শান্তিপূর্ণভাবে।

তবে, ইসরাইলের হামলায় হতাহতদের চিকিৎসা, তাদের উদ্ধার ও ধ্বংসস্তুপ সরানোর কাজই চলছে বেশি।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনিরা রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে।

গত ৮ জুলাই থেকে ইসরাইল গাজার হামলা শুরু করে এবং কয়েক দফা যুদ্ধবিরতির পর গতকাল স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়।