ইউক্রেইন সঙ্কট নিয়ে পোরোশেঙ্কো-পুতিন আলোচনা

পূর্ব ইউক্রেইনের সঙ্কট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন ও ইউক্রেইনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো প্রথমবারের মতো সরাসরি আলোচনায় মিলিত হয়েছেন।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 04:36 AM
Updated : 27 August 2014, 04:36 AM

বেলারুশের রাজধানী মিনস্কে অনুষ্ঠিত দু’নেতার দুঘন্টার রুদ্ধদ্বার এ বৈঠকেও সঙ্কট নিরসনের কোন আভাস পাওয়া যায়নি বলে বিবিসি জানিয়েছে।

বৈঠকের পর পোরোশেঙ্কো বলেছেন, ইউক্রেইনীয় সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই বন্ধের লক্ষ্যে যত শিগগরি সম্ভব একটি “রোডম্যাপ” প্রস্তুত করা হবে।

অপরদিকে পুতিন বলেছেন, রাশিয়া দুপক্ষের মধ্যে আলোচনার পরামর্শ দিয়েছে, আর যুদ্ধ বন্ধ করা ইউক্রেইনের নিজস্ব ব্যাপার।

এছাড়া ইউক্রেইনীয় ও রুশ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার বিষয়ে দুনেতা সম্মত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডে বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ দুনেতা প্রথমবারের মতো মিলিত হয়েছিলেন।

দ্বিপাক্ষিক এ বৈঠকের পর পুতিন-পোরোশেঙ্কো ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক ক্যাথেরিন অ্যাস্টনের সঙ্গে এক আলোচনায় মিলিত হন।

পূর্ব ইউক্রেইনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের অস্ত্র দেয়ার জন্য রাশিয়াকে অভিযুক্ত করে আসছে ইউক্রেইন, আর এই অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছে রাশিয়া।

ইউক্রেইনের সেনাবাহিনীর হাতে ১০ রুশ সেনা বন্দি হওয়ার পর দুনেতার এ বৈঠকটি অনুষ্ঠিত হল।

পূর্ব ইউক্রেইনের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেইনীয় বাহিনীর লড়াইয়ে গত কয়েক মাসে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপ ক্রিমিয়ার অনুসরণে পূর্ব ইউক্রেইনের এই দুটি অঞ্চলও স্বাধীনতা ঘোষণা করেছে।
স্বাধীনতা ঘোষণার পর অনুষ্ঠিত এক গণভোটের রায় অনুযায়ী ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হয়।