কুর্দি যোদ্ধাদের অস্ত্র দিচ্ছে জার্মানি

ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তর ইরাকের কুর্দি বাহিনীকে অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে জার্মানি।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 03:44 PM
Updated : 20 August 2014, 03:44 PM

বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার ও প্রতিরক্ষামন্ত্রী আর্সুলা ভন ডার লিয়ান সংবাদ সম্মেলন করে যৌথভাবে এই ঘোষণা দেন।

স্টেইনমিয়ার বলেন, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সহযোগী রাষ্ট্রগুলোর সঙ্গে জার্মানিও (ইরাকে) সামরিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। কেবিনেট বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কুর্দি যোদ্ধাদেরকে যুদ্ধাস্ত্র ও বুলেট দেয়া হবে।

ওদিকে, মানবিক সহায়তার পাশাপাশি ইতোমধ্যেই বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট ও নাইট ভিশন চশমা পাঠিয়েছে জার্মান সরকার। ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে এগুলো কাজে লাগাতে দেয়া হয়েছে।