ত্রিপোলিতে যুদ্ধবিরতির পর ফের সংঘর্ষ

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সাময়িক যুদ্ধবিরতির পর ফের শুরু হয়েছে প্রচণ্ড গোলা হামলা ও সংঘর্ষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2014, 03:45 PM
Updated : 31 July 2014, 03:45 PM

প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া ব্রিগেডগুলো রাজধানীর প্রধান বিমানবন্দরের দখল নিতে লড়ছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লিবিয়ায় এখনই সবচেয়ে মারাত্মক সহিংসতা চলছে।

রাজধানী ত্রিপোলি এবং পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে দু’সপ্তাহ আগে শুরু হওয়ার সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ২শ’ মানুষ নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ত্রিপোলিজুড়ে গোলার আওয়াজ পাওয়া যাচ্ছে। বিবাদমান দলগুলো সাময়িক একটি যুদ্ধবিরতিতে রাজি হওয়ার একদিন পরই এ সংঘর্ষ শুরু হয়েছে।

গাদ্দাফির পতনের তিন বছর পরও লিবিয়ার নজুক সরকার সাবেক বিদ্রোহীদের সশস্ত্র ব্রিগডগুলোর ওপর কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি।

বেশির ভাগ লড়াই সীমাবদ্ধ রয়েছে ত্রিপোলির দক্ষিণাঞ্চলে যেখানে সংঘর্ষে লিপ্ত দলগুলো গ্রাদ রকেট, গোলা বিনিময় করছে।

অন্যদিকে, বেনগাজিতে ইসলামপন্থি জঙ্গি এবং সাবেক বিদ্রোহীদের একটি জোট শহরের বিশেষ বাহিনীর একটি ঘাঁটিতে হামলা করে সেনাদের পিছু হটিয়ে দিয়েছে। স্থানীয় অধিবাসী ও সেনা কর্মকর্তারা একথা বলেছেন।

বেনগাজিতে তুমুল লড়াইয়ের পাশাপাশি রাজধানী ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের মধ্যে চলামন সংঘর্ষ লিবিয়াকে চরম বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।