ঈদে গাড়ি চলাচল নিষিদ্ধ নাইজেরিয়ায়

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে ঈদের তিনদিনে গাড়ি চলাচল নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2014, 10:31 AM
Updated : 29 July 2014, 10:34 AM

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ঈদকে সামনে রেখে ওই অঞ্চলের ধর্মীয় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম গাড়িবোমা হামলা চালাতে পারে এমন গোয়েন্দা তথ্যের কারণে কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা দেয়।

রোববার নাইজেরিয়ায় ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

ওদিকে, নাইজেরিয়ার কানো শহরেও বোমা বিস্ফোরণ ঘটেছে। গত তিন বছর ধরে ওই শহরে ঈদকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন বন্ধ রয়েছে।

২০০৯ সালে নাইজেরিয়ায় সহিংস আক্রমণ চালিয়ে আসছে ইসলামি চরমপন্থি দল বোকো হারাম। গত এপ্রিলে বর্নো রাজ্যে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে আসে বোকো হারামের শান্তিবিরোধী কার্যক্রম।

পুলিশ জানায়, রোববার কানোতে একটি উপাসনালয় থেকে প্রার্থণাকারীদের ওপর বোমা ছোড়া হয়। এতে নিহত হন অন্তত চারজন। শহরের বিশ্ববিদ্যালয়ের কাছে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার উপক্রম হলে এক নারী আত্মঘাতী হামলাকারী নিজের শরীরে বোমার বিস্ফোরণ ঘটায়।
বর্নো রাজ্যের গভর্নর কাসিম সেত্তিমা বলেন, ঈদে জনগণের নিরাপত্তার স্বার্থেই গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

“আমি জানি এ ধরনের নিষেধাজ্ঞা জনগণের রুটিরুজির ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা। তবে সবার আগে বাঁচার ব্যবস্থা করতে হবে। ”