লালু শারদদের সঙ্গে সোনিয়ার ইফতার

জোটসঙ্গীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ইফতার করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 07:27 AM
Updated : 28 July 2014, 07:27 AM

রোববার ভারতের রাজধানী নয়া দিল্লিতে অশোক হোটেলে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

গত সপ্তাহে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ইফতার আয়োজনের পর সোনিয়ার আমন্ত্রণে সাড়া দিয়ে অংশ নেন বিভিন্ন রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিক, ধর্মীয় নেতা ও সাংবাদিকরা।

চলতি বছরে লোকসভা নির্বাচনে বিশাল পরাজয় হয় সোনিয়ার দল কংগ্রেসের। এর আগে একাধিকবার ভারতের শাসন ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধিন জোট।

ক্ষমতায় থাকাকালে গত তিন বছর ইফতার আয়োজন করা হয়ে ওঠেনি কংগ্রেস নেত্রী সোনিয়ার।

রোববারের ইফতার আয়োজনে কংগ্রেসের জোটসঙ্গী রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রাসাধ যাদব, জনতা দল (সমন্বিত) আহ্বায়ক শারদ যাদব, এনসিই নেতা তারিক আনোয়ার সোনিয়া গান্ধীর সঙ্গে একই টেবিলে বসেন। এছাড়া বেশ কয়েকজন কূটনীতিক বসেন তার টেবিলে।

সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীও ইফতারে উপস্থিত ছিলেন।

মনমোহন সিং তার টেবিলে সাবেক নির্বাচন কমিশনার এস ওয়াই কুরাইশি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব শর্মীলা ঠাকুরসহ অন্যান্য অতিথিদের নিয়ে বসেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবারই একমাস রোজা শেষে ঈদ পালিত হচ্ছে। সে হিসেবে ওইদিন ভারতে ছিল রমজানের শেষ দিন।